আর্জেন্টিনা-ব্রাজিলের টি-২০ র‍্যাংকিং প্রকাশ

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০১৯, ০৩:১২ পিএম আর্জেন্টিনা-ব্রাজিলের টি-২০ র‍্যাংকিং প্রকাশ

 

ক্রিকেট খেলুড়ে সকল দেশকে টি-২০ মর্যাদা দেয়ার পর প্রথমবারের মতো ৮০ দলের র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। বিশ্ব ফুটবলের জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলও র‍্যাংকিংয়ে ঠাই করে নিয়েছে।

আইসিসির প্রকাশিত র‍্যাংকিংয়ে দেখা গেছে, ৩১ রেটিং পয়েন্ট নিয়ে ৫৬তম স্থানে অবস্থান করছে। অপরদিকে, সাম্বার দেশ ব্রাজিল ১২ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে ৬৯তম স্থানে।

শুধু তাই নয়, ফুটবল পরাশক্তি জার্মানি এবার যে ক্রিকেটেও মনযোগী হতে শুরু করেছে তার নমুনা পাওয়া যাচ্ছে র‍্যাংকিংয়ে। ৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তারা এখন র‍্যাংকিংয়ের ৩৬ নম্বর স্থানে রয়েছে, ক্রিকেট বিরোধী হিটলারের মৃত আত্মাকে স্তম্ভিত করার জন্য যথেষ্ট। 

বিস্ময়ের এখানেই শেষ নয়- ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, মেক্সিকো, জাপান, দক্ষিণ কোরিয়া, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্রের মতো দেশও টি-২০ র‍্যাংকিংয়ে ঠাই পেয়েছে।

২০১৬ সালের পর থেকে অন্তত ছয়টি টি-২০ ম্যাচ খেলা সকল দলেরই র‍্যাংকিংইয়ে জায়গা হয়েছে। 

২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান। ভারত দুইয়ে রয়েছে ২৬২ রেটিং পয়েন্ট নিয়ে। ২২০ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ২১২ রেটিং নিয়ে ১১তম স্থানে থাকা নেপাল।

আরআইএস