উসমান খাজার মাথায় চোট, আপাতত শঙ্কামুক্ত 

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০৯:২১ এএম উসমান খাজার মাথায় চোট, আপাতত শঙ্কামুক্ত 

সাউদাম্পটনে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় মাথায় চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাজা। সাউদাম্পটনের নার্সারি গ্রাউন্ডে ক্যারিবিয়দের দেয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করার সময়ে আন্দ্রে রাসেলের একটি বাউন্সার আঘাত হানে খাজার হেলমেটে। সাথে সাথেই তাকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে চোয়ালে স্ক্যান করানো হয়। 

হেলমেটে বল আঘাত করার পর অস্ট্রেলিয়ান দলের ডাক্তার রিচার্ড সয়ের সহায়তায় মাথার ডান পাশে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন খাজা। তবে চোয়ালের স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়েনি বলে জানা গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট থেকে। খাজা শঙ্কামুক্ত বলে স্বস্তি প্রকাশ করেছে তারা। শনিবার (২৫ মে) ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেই এই ওপেনার খেলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। 

এমএইচএস