৩০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১৫১

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৯, ০৫:৪০ পিএম ৩০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১৫১

ব্রিস্টলে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে পাকিস্তান। ইনিংসের ৩০ ওভার পার হলেও এখন পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। মোহাম্মদ নবী ও রশিদ খানের বোলিং তোপে ৩০ ওভার শেষে পাকিস্তানের সংগহ ১৫১ রান। এরই মধ্যে সাজঘরে ফিরেছেন ৪ পাকিস্তানি ব্যাটসম্যান। ২৫ রান নিয়ে শোয়েব মালিক ও ৫০ রান নিয়ে এই মুহূর্তে ক্রিজে আছেন বাবর আজম। 
 
আফগানদের হয়ে ২টি উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ নবী। এ পর্যন্ত ৬ ওভার বোলিং করে ২৯ রান দিয়েছেন তিনি। অন্যদিকে ৫ ওভার বোলিং করে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট দখল করেছেন রশিদ খান। 

এমএইচএস