আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান। টস জিতে ব্যাট করছে সরফরাজ আহমেদের দল শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানিদের সংগ্রহ ৪২ ওভার শেষে ৬ উইকেটে ২২৩ রান।
বাকি সব ব্যাটসম্যান ব্যর্থ হলেও ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন তিন নম্বরে নামা বাবর আজম। ৯৯ বল খেলে ৯ চার ও ২ ছয়ে শতক তুলে নিয়েছেন বাবর। এই মুহূর্তে তার সঙ্গী হিসেবে ৫ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন ইমাদ ওয়াসিম।
এমএইচএস