আবারও মেসির হাতে ইউরোপিয়ান গোল্ডেন শ্যু 

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৮:৫৭ এএম আবারও মেসির হাতে ইউরোপিয়ান গোল্ডেন শ্যু 

ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শ্যু জিতেছেন লিওনেল মেসি। ইউরোপিয়ান লীগে সর্বোচ্চ গোলদাতাকে ইউরোপিয়ান গোল্ডেন শ্যু দিয়ে সম্মাননা জানানো হয়। 

এবারের লা-লীগায় ৩৪ ম্যাচ খেলে ৩৬ গোল করেছেন মেসি। দ্বিতীয় অবস্থানে থাকা লীগ ওয়ানের ক্লাব প্যারিস সেইন্ট জারমেইয়ের তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে করেছেন ৩৩ গোল। ৩৬ গোল নিয়ে এমবাপ্পের আগেই লীগ শেষ করেছেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টারকে ধরতে হলে শুক্রবার লীগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে রেইমসের বিপক্ষে কমপক্ষে ৫ গোল করতে হতো এমবাপ্পেকে। কিন্তু এত গোল তো দূরের কথা, পিএসজি ম্যাচটাই হেরে গেছে ৩-১ গোলে! 

এই নিয়ে টানা তিনবার ইউরোপিয়ান গোল্ডেন শ্যু জিতলেন লিওনেল মেসি। গত ১১ বছরের মধ্যে স্প্যানিশ লা-লীগা ছাড়া অন্য কোনো ইউরোপিয়ান লীগের খেলোয়াড় এ পুরস্কার জিততে পারেননি, যদিও ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে যৌথভাবে গোল্ডেন শ্যু জিতেছিলেন তখনকার সময়ে ইংলিশ ক্লাব লিভারপুলে খেলা লুইস সুয়ারেজ। 

এমএইচএস