মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে আমলা 

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৩০, ২০১৯, ০৮:১৫ পিএম মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে আমলা 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের দেয়া ৩১২ রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এর মধ্যেই প্রোটিয়াদের জন্য এসেছে শঙ্কার খবর। 

ইনিংসের চতুর্থ ওভারে জোফরা আর্চারের ১৪৫ কিলোমিটার গতির একটি বাউন্সার ঠেকাতে ব্যর্থ হন আমলা। সরাসরি আমলার হেলমেটে আঘাত হানে বল। বল হেলমেটের গ্রিলে লাগলেও পরাস্ত হন আমলা। 

পরবর্তীতে হেলমেট পরিবর্তনের ইঙ্গিত দিলেও শেষমেশ ফিজিওর সাথে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। 

আমলার মাথার আঘাত কত গুরুতর তা এখনো জানা না গেলেও তার অনুপস্থিতিতে বড় লক্ষ্য ছুঁতে বেশ বেগ পোহাতে হতে পারে প্রোটিয়াদের। 

এমএইচএস