ঢাকায় অনুষ্ঠিত হবে উয়েফা অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল টুর্নামেন্ট। চার জাতি এ টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৬ অক্টোবর। চারদিনের এই আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে সাফ, আসিয়ান ও উয়েফা অঞ্চলের একটি করে দেশ।
বৃহস্পতিবার (৩০ মে) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এছাড়া অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতে নারী ফুটবল লীগের লিগের তৃতীয় আসর শুরু হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।
আগামী শনিবার (১ জুন) বিভিন্ন ক্লাব, সংস্থা, সার্ভিসেস ও কর্পোরেট দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠাবে বাফুফে। তবে আগ্রহী ক্লাবগুলোকে কমপক্ষে ৫টি শর্ত পূরণ করতে হবে।
সংবাদ সম্মেলনের পর বাংলাদেশে তুরস্কের রাস্ট্রদূত দেভরিম ওজতুর্কের সাথে বৈঠক করেন নারী উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এ দেশের ফুটবল উন্নয়নে কাজ করতে আগ্রহী তুরস্ক।
আরআইএস