বিশ্বকাপ এক্সক্লুসিভ

রয়ের সেঞ্চুরির ধাক্কায় কুপোকাত আম্পায়ার!

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০১৯, ০৬:৪০ পিএম রয়ের সেঞ্চুরির ধাক্কায় কুপোকাত আম্পায়ার!

কার্ডিফে দল ভাল নেই আর তাই টাইগার ভক্তদের মন ভালো নেই। কিন্তু এতে এত আনন্দে আম্পায়ারকে আলিঙ্গনের মত কি পেলেন রয়? ঈদ পেরিয়েছে দু'দিন, তারপরেও কি ঈদের আমেজ কাটেনি! নাকি কার্ডিফে বাংলাদেশের বিরুদ্ধে করা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির আনন্দে আত্মহারা হয়েই এমন উন্মাদনায় মাতলেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়! না, আসলে এমন কিছুই নয়। বরং এক অপ্রত্যাশিত ঘটনার জেরে এই দৃশ্যের আবির্ভাব।

শনিবার (৮ জুন) সোফিয়া গার্ডেনের ২২ গজে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরি পূরণে যখন আর চার রান প্রয়োজন ঠিক সে সময় বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতায় বল চলে যাচ্ছিলো বাউন্ডারির দিকে। এদিকে দ্রুত নিজেদের মধ্যে দৌড়ে রান নিচ্ছিলেন ক্রিজে থাকা রয়-রুট জুটি। ছোটার ফাকে রয় আবার চোখ রাখছিলেন গড়িয়ে যাওয়া বলের দিকে।

আর ঐ অবস্থায় ঘটে এক বিপত্তি! নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা ম্যাচ আম্পায়ার জোয়েল উইলসনকে একেবারে চোখেই পড়েনি রয়ের। আর তাতেই নিজের অজান্তেই ক্ষ্যাপা ষাঁড়ের মত রয় সজোরে ছুটে গিয়ে উইলসনকে মেরে বসেন সোজা এক ধাক্কা! ব্যস! একেবারে কুপোকাত আম্পায়ার উইলসন। আর সেই অপ্রত্যাশিত সংঘর্ষের মূহুর্তটি এমন পরম আবেগ মাখা এক আলিঙ্গনের দৃশ্যের মত ধরা পরে ক্যামেরায়। আর তাতেই পুরো গ্যালারি অট্টহাসিতে ফেটে পড়ে।

কিছুক্ষন মাথা ঝাঁকিয়ে ওঠে দাড়িয়েছেন উইলসন। সব ঠিকঠাকই আছে আর ম্যাচও চালিয়ে নিচ্ছেন ভালভাবে। তবে আজকের এই ম্যাচের কথা ভুলে গেলেও রয়-উইলসনের এই বিরল মূহুর্তটি দর্শকদের মনে থেকে যাবে বহুদিন।

এসকে