আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন যুবরাজ সিং। আজ (১০ জুন) ভারতীয় ক্রিকেটের এই জ্বলজ্বলে নক্ষত্র ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিলেন। অবসরের ঘোষণা দিয়ে আবেগঘন বক্তব্যে যুবরাজ বলেন, 'ক্রিকেটের সাথে থেকে এই কয়েক বছরে অনেক ভালো বন্ধু পেয়েছি। আবার এমন অনেকেই ছিলেন যারা হয়তো খুব একটা বন্ধুভাবাপন্ন হননি আমার প্রতি। তবে আমি কখনো নিজের ওপর থেকে বিশ্বাস হারাইনি। সব সময় নিজের ওপর বিশ্বাস রাখবেন। এই খেলাটি আমাকে শিখিয়েছে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে ঝরে পড়তে হয়, কিভাবে আবার গায়ের ধুলে ঝেড়ে উঠে দাঁড়াতে হয়, এগিয়ে যেতে হয়। আমার যাত্রাটা ছিল দারুণ, দেখা হবে আপনাদের সাথে; অন্য কোনো ভূমিকায়।'
২০১৭ সালের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে আর সুযোগ মেলেনি যুবরাজের। তবুও প্রিয় খেলোয়াড়ের এ বিদায় সহজে মেনে নিতে পারেন নি ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই আবেগাপ্লুত বাণী দিচ্ছেন অনেক যুবরাজ ভক্ত। টুইটারে এক ভক্ত লিখেছেন, 'একটি যুগের সমাপ্তি। যে মানুষটার জন্য আমি ক্রিকেট দেখা শুরু করেছিলাম তিনি আজ অবসর নিলেন। বিশ্বাস করুন যুবরাজ, আপনি আজীবন আমার প্রিয় ব্যাটসম্যান হয়ে থাকবেন। আপনি একজন কিংবদন্তি। কেউ আপনার জায়গা নিতে পারবে না।'
২০১১ সালে ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জয়ের মিশনে ৩৬২ রান ও ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন যুবরাজ। শরীরে ক্যান্সারের মতো মরণ ব্যাধি লুকিয়ে রেখে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। শোনা যায়, ওই বিশ্বকাপ চলাকালে লুকিয়ে বাথরুমে গিয়ে রক্তবমি করতেন যুবরাজ। ব্যাপারটা জানাজানি হলে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন, এই শঙ্কায় তখন ক্যান্সারের কথা গোপন রেখেছিলেন তিনি। দেশকে বিশ্বকাপ জিতিয়েই নিজের চিকিৎসা করিয়েছিলেন।
সাবেক সব ক্রিকেটাররাও যুবরাজের বিদায়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। মোহাম্মদ কাইফ টুইটারে লিখেছেন, 'ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ উইনার, কঠিন সব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যে নিজের অসাধারণ এক ক্যারিয়ার গড়ে নিয়েছে তার নাম যুবরাজ। খারাপ সময়কে পেছনে ফেলে সে সব সময় বিজয়ী হয়ে ফিরেছে। আমরা সবাই তাকে নিয়ে গর্বিত। দেশের জন্য সে যা করেছে, তাতে সে নিজেকে নিয়ে অনেক গর্ব করতেই পারে।'
ভারতের হয়ে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে নিজের নামের পাশে প্রায় ১১ হাজার রান যোগ করেছেন যু্বরাজ সিং। নীল জার্সিতে ২০৪টি ওয়ানডে, ৪০টি টেস্ট আর ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার ব্যাটিং গড় ছিল লক্ষ্যণীয়। টেস্টে প্রায় ৩৪, ওয়ানডেতে ৩৬.৫০ আর টি-টোয়েন্টিতে তার ব্যাটিং গড় ছিল ২৮। এছাড়া বল হাতে তিন ফরম্যাটে ১৫৮টি উইকেটও নিয়েছিলেন যুবরাজ।
এমএইচএস/আরআইএস