ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার আঁতোয়ান গ্রিজম্যানের বার্সেলোনায় যোগ দেয়ার বিষয়টি অনেক আগে থেকেই বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল। তবে অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে দেয়া এই ফুটবলারের নতুন ঠিকানা যে ন্যু ক্যাম্পই হতে যাচ্ছে, তা এবার পরিষ্কারভাবে জানা গেল।
যদিও বার্সেলোনার পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে নারাজ। আগামী জুলাই মাসে বার্সেলোনায় গ্রিজম্যান পৌঁছানোর পর তার সঙ্গে চুক্তি না করে কোনো আনুষ্ঠানিক ঘোষণাই কাতালান ক্লাবটি দিতে চাচ্ছে না।
তাহলে গ্রিজম্যানের নতুন ঠিকানা যে বার্সেলোনা হতে যাচ্ছে তা কীভাবে আগেই নিশ্চিত হওয়া গেল? খোদ বার্সেলোনাই তো এখনো মুখ খোলেনি। আসল ঘটনা হলো গত বুধবার (১২ জুন) অ্যাতলেটিকো মাদ্রিদের প্রধান নির্বাহী মিগুয়েল অ্যাঙ্গেল গিল মার্টিন বিষয়টি প্রকাশ করে দিয়েছেন। আর তাতেই গ্রিজম্যানের বার্সেলোনায় যাওয়ার বিষয়টি এখন ওপেন সিক্রেট হয়ে গেছে।
অ্যাতলেটিকো মাদ্রিদের প্রধান নির্বাহী নিশ্চিত করেছেন, এই গ্রীষ্ম মৌসুমেই ২৮ বছর বয়সী গ্রিজম্যান বার্সায় যোগ দিতে চলেছেন। তার এমন মন্তব্যের পর বিষয়টি ওপেন সিক্রেট হয়ে যাওয়ায় বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে।
প্রসঙ্গত, মাসখানেক আগে আঁতোয়ান গ্রিজম্যানের অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছিলেন ক্লাবটির সভাপতি এনরিকে শেরেজো। শেরেজোর ভাষ্যমতে, অ্যাতলেটিকো কর্তৃপক্ষ ফরাসি প্লে-মেকারের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। তবে তিনি ব্যক্তিগতভাবে গ্রিজম্যানকে অনুরোধ করেছিলেন ক্লাবে থেকে যাওয়ার জন্য।
ফক্স স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে অ্যাতলেটিকো সভাপতি বলেছিলেন, আঁতোয়ানের সিদ্ধান্তে আমি যতটা না রাগান্বিত, তার চেয়ে বেশি হতাশ। আমার মনে হয় তার অনেক ভালো ভবিষ্যৎ ছিল মাদ্রিদে। অ্যাতলেটিকোর হয়ে অনেক শিরোপা ও চ্যাম্পিয়নশিপ সে জিততে পারতো। সমস্যা হচ্ছে, একেক জন মানুষ একেকভাবে চিন্তা করে। তাই তার সিদ্ধান্তের প্রতি আমি সম্মান জানাই এবং তার প্রতি আমার অনেক শুভ কামনা। কিছু খেলোয়াড় চলে যাবে ও কিছু খেলোয়াড় আসবে, এটাই আসলে নিয়ম।'
অ্যাতলেটিকো ছেড়ে কোথায় পাড়ি জমাবেন গ্রিজম্যান সে সম্পর্কে শেরেজো বলেছিলেন, মাদ্রিদ ছেড়ে সে কোথায় যাবে সে ব্যাপারে আমার বিন্দুমাত্র ধারণা নেই। যেখানে খুশি সেখানেই সে যেতে পারে।
আরআইএস