কোপা আমেরিকা

কৌতিনহোর নৈপুণ্যে ব্রাজিলের শুভ সূচনা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০১৯, ০৮:৩৩ এএম কৌতিনহোর নৈপুণ্যে ব্রাজিলের শুভ সূচনা
কৌতিনহো গোল করার পর উল্লাসে ফেটে পড়ে গোটা ব্রাজিল দল

কোপা আমেরিকার ৪৬তম আসরের উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক ব্রাজিল। 

শনিবার (১৫ জুন) সাও পাওলোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে ঠিকই নিজেদের ছন্দে ফেরে সাম্বার দেশ। বলিভিয়ার এক খেলোয়াড়ের হাতে বল লাগার পর ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে সেলেসাওদের এগিয়ে দেন কৌতিনহো। 

৫৩ মিনিটে কৌতিনহো আবারো লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করলে উল্লাসে ফেটে পড়ে সাও পাওলোর গ্যালারি। রবার্তো ফিরমিনোর পাসে বল পেয়ে এ যাত্রায় কৌতিনহো হেডে বল জালে জড়িয়ে দেন।

ম্যাচের ৮৫ মিনিটে ব্রাজিলকে তৃতীয় গোলের স্বাদ পাইয়ে দেন এভারটন। ফের্নানদিনহোর পাসে বল আদায় করে ডান পায়ের শটে গোল করেন এভারটন।

আরআইএস