ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা আর ক্যারিবীয় বোলারদের বাউন্সারের মুখোমুখি হতে হবে না তা কি হয়! এবারের বিশ্বকাপে এ পর্যন্ত বাউন্সার দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা এঁটেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই পরিকল্পনা কাজে দিলেও পরে হারতে হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে। আগামীকাল টন্টনের ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বাউন্সার বৃষ্টির মোকাবেলা করতে হতে পারে টাইগার ব্যাটসম্যানদের।
পাকিস্তানের বিপক্ষে নতুন বলে ৭ উইকেট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট তুলে নিতে সক্ষম হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচটিতেও ৭ ওভারের মধ্যেই শর্ট বলে ২ উইকেট তুলে নিতে সক্ষম হয়েছিল ক্যারিবীয়রা। তাই নতুন বলে ওয়েস্ট ইন্ডিজ পেসারদের বাউন্সার ভালোই ভোগাতে পারে বাংলাদেশকে।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সময়ে শর্ট বলে বাংলাদেশকে ভুগতে হয়নি। কটরেল, গ্যাব্রিয়েল, রোচরা ছিলেন ত্রিদেশীয় সিরিজেও। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব ভালোভাবেই সেসব সামলেছেন।
শর্ট বলকে এখন আর ভয় করে না বাংলাদেশ, জানালেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তার ভাষ্যমতে, 'প্রতিপক্ষ আমাদের যে দিক দিয়ে চেপে ধরতে পারে সেই দিকটা আমরা নেটে এখন অনেক অনুশীলন করে নিই। তারা সাধারণত আমাদের আটকাতে শর্ট বল দিয়ে থাকে। কিন্তু প্রথম ১০-১৫ ওভার শুধু আমাদের নয়, সব দলকেই তাদের শর্ট বলের মোকাবেলা করতে হয়। তবে তারা রান করার সুযোগও কম দেয় না।'
প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের নাড়ি নক্ষত্র বাংলাদেশের চেনা, এমনটাই জানালেন তামিম, ' তাদের ব্যাটসম্যান ও বোলারদের সম্পর্কে আমাদের ধারণা আছে। কিন্তু আমি লক্ষ্য করেছি বিশ্বকাপে তারা ভিন্ন রকম পরিকল্পনা নিয়ে এসেছে। আয়ারল্যান্ডে আমরা যে ওয়েস্ট ইন্ডিজকে দেখেছি, এই ওয়েস্ট ইন্ডিজ সেটি নয়। তারা শর্ট বলের ওপর অনেক জোর দিচ্ছে। কিন্তু আমরা যদি সেগুলো ভালোভাবে সামলে নিতে পারি, রান করার ভালো সম্ভাবনা আছে আমাদের। সব দলের বিপক্ষে তারা একইভাবে খেলেছে।'
আগামীকালের ম্যাচে নিজেদের ফেবারিট মানতে কোনো দ্বিধা নেই তামিমের। দেশসেরা এই ওপেনার বলেন, 'সাম্প্রতিক সময়ে আমরা তাদের থেকে বেশি ম্যাচ জিতেছি। তাই আমাদের ফেবারিট হতে অসুবিধা কোথায়? আয়ারল্যান্ডে তাদের বিপক্ষে ৩ ম্যাচের সবগুলো জিতেছি। কালও জিততে পারি।'
এমএইচএস