বাংলাদেশকে পথ দেখাচ্ছেন তামিম-সাকিব 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০১৯, ০৯:০৩ পিএম বাংলাদেশকে পথ দেখাচ্ছেন তামিম-সাকিব 

ক্রিকেট বিশ্বকাপের ২৩তম ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে টন্টনে ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১২ রান। এই মুহূর্তে খেলায় চলছে পানি পানের বিরতি।   

তামিম ইকবাল ৪৭ ও সাকিব আল হাসান ২৫ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন। মাত্রই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।  

জয়ের জন্য বাংলাদেশের এখনো দরকার ২১০ রান। বাকি রয়েছে ৩৪ ওভারের খেলা , হাতে উইকেট আছে আরও ৯ টি। 

এর আগে আন্দ্রে রাসেলের করা নবম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই স্লিপে ক্রিস গেইলকে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য। আউট হওয়ার আগে ২ চার ও ২ ছক্কায় ২৩ বলে ২৯ রান করেছেন সৌম্য।

শুরুতে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২১ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৭ রান করেন শাই হোপ। ২৫ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন শিমরন হেটমায়ার। 

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ৩টি করে উইকেট।  

এমএইচএস