ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি করেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে এক ইনিংসে সর্বাধিক ১৭টি ছক্কা হাঁকিয়ে তিনি নতুন এক ইতিহাসের জন্ম দিলেন।
মঙ্গলবার (১৮ জুন) ম্যানচেস্টারে চলমান ম্যাচে এক টর্নেডো ইনিংস খেলে মরগান মাত্র ৭১ বল খেলে ৪ বাউন্ডারির পাশাপাশি ১৭টি ছক্কা মেরে নতুন এই রেকর্ড গড়েন।১৪৮ রান করার পর গুলবাদিন নাইবের বলে লং অফে রহমত শাহর হাতে ধরা পড়লে তার এই দৃষ্টিনন্দন ইনিংসের সমাপ্তি ঘটে।
এর আগে ওয়ানডেতে তিনজন ব্যাটসম্যান ১৬টি ছক্কা মেরে যৌথভাবে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডের মালিক ছিলেন। ২০১৩ সালের ২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৮ বলে ২০৯ রানের ইনিংস খেলে প্রথম এই কীর্তি গড়েছিলেন ভারতের রোহিত শর্মা।
পরে ২০১৫ সালের জানুয়ারি মাসের ১৮ তারিখ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে (২৪ ফেব্রুয়ারি) এই কাণ্ড ঘটান ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ১৪৭ বলে ২১৫ রানের ইনিংস খেলার পথে জিম্বাবুয়ের বিপক্ষে গেইল ১৬টি ছক্কা মারেন।
আরআইএস