ইমাম-উল-হকের উইকেট তুলে নিয়েই ইমরান তাহিরের ভোঁ দৌড়। নিয়মিত যারা খেলার খোঁজ-খবর রাখেন তাদের কাছে দৃশ্যটা খুব অপরিচিত কিছু নয়। কিন্তু আজ রোববার (২৩ জুন) এই উইকেটের মাহাত্ম্য তাহিরের কাছে একটু বেশি কিছুই ছিল। কেননা এই উইকেট তুলে নিয়েই যে বিশ্বকাপ ইতিহাসের পাতায় নিজেকে অনন্য এক স্থানে নিয়ে গেলেন তাহির।
বিশ্বকাপ ইতিহাসে এখন দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩৯ উইকেটের মালিক ইমরান তাহির। পেছনে ফেলেছেন বিশ্বকাপে ৩৮ উইকেট নেয়া কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে।
ডানহাতি এই লেগ স্পিনার আজ বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই তুলে নেন ফখর জামানের উইকেট। ইমাম-ফখরের জমে যাওয়া উদ্বোধনী জুটি ভাঙেন ৮১ রানে। এরপর আরেক ওপেনার ইমামের উইকেটও তুলে নেন তিনি। আর এই উইকেট দিয়েই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে নেন পাকিস্তানি বংশোদ্ভূত এই প্রোটিয়া ক্রিকেট।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিরা :
৩৯- ইমরান তাহির
৩৮- অ্যালান ডোনাল্ড
৩১- শন পোলক
২৬- মরনে মরকেল
২৩- ডেল স্টেইন
এসএইচএস