মিরাজের মাথায় বলের আঘাত, শঙ্কা নেই বলছেন কোচ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৯, ০৯:২৩ পিএম মিরাজের মাথায় বলের আঘাত, শঙ্কা নেই বলছেন কোচ 

গতকাল শুক্রবার (২২ জুন) ছিল বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাসহ অনুশীলন করেন মাত্র ৫ জন ক্রিকেটার। বাকিরা ছিলেন বিশ্রামে। তবে আগামীকাল রোববার (২৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ পুরো দল অনুশীলন করেন সাউদাম্পটনের রোজ বলে। ক্যাচিং, বোলিং, ফিন্ডিং আর নেটে ব্যাটিং প্র্যাকটিস চলে সাকিব-তামিমদের। 

এরইমধ্যে ঘটে যায় একটি দুর্ঘটনা। নেটে তখন ব্যাট করছিলেন সাব্বির রহমান। এসময় গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। তখনই সাব্বির  খেলা এক শট এক ড্রপ দিয়ে সজোরে আঘাত হানে মিরাজের মাথায়। কিছুক্ষণ অচেতন থাকলেও উঠে দাঁড়ান মিরাজ। ফিজিও থিহান চন্দ্রমোহনের সেবায় দ্রুতই সুস্থ হয়ে ওঠেন তিনি। 

কিন্তু শঙ্কা জেগেছিল আগামীকাল খেলতে পারবেন তো মিরাজ? পুরোপুরি নিশ্চিত করতে না পারলেও বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস জানিয়েছেন, তার মতে মিরাজ সুস্থ আছেন। 

আজ বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে আসেন স্টিভ রোডস। সেখানে মিরাজের ব্যাপারে তাকে প্রশ্ন তিনি বলেন, ‘আমার মনে হয় ও সুস্থ আছে। ফিজিও ওর পরিচর্যায় আছে। চন্দ্রমোহন (ফিজিও) পুরোটা জানাতে পারবে। তবে আমার মনে হয় না খুব গুরুতর কিছু।’

এসএইচএস