সেপ্টেম্বরে বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০১৯, ০৪:৫৬ পিএম সেপ্টেম্বরে বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী আগামী সেপ্টেম্বরে ঘরের মাটিতে আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে এবার সেই টি-টোয়েন্টি সিরিজকে ত্রিদেশীয় সিরিজে রূপ দিতে চলেছে বিসিবি। 

আফগানিস্তানের আগ্রহেই টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তিন জাতির সেই টি-টোয়েন্টি সিরিজ হবে রাউন্ড রবিন লীগ ভিত্তিতে। সেরা দুই দল খেলবে সিরিজের ফাইনালে। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ড গতকাল তাদের ফেসবুক পেজে ত্রিদেশীয় সিরিজের একটি সূচি প্রকাশ করেছে। তবে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি কখন কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তা জানা যায়নি। 

সাম্প্রতিক সময় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ অভাবনীয় উন্নতি করলেও টি-টোয়েন্টি ও টেস্টে অগ্রগতি হচ্ছে ধীর লয়ে। র‍্যাঙ্কিংও বলছে সেই কথা। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আফগানিস্তানের অবস্থান সাতে, অন্যদিকে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে। 

এমএইচএস