বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারতের বিপক্ষে খেলতে নামার সঙ্গে সঙ্গে যৌথভাবে অনন্য এক বিশ্বরেকর্ডের মালিক হয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল।
সোমবার (২ জুলাই) বার্মিংহ্যামে ভারতের বিপক্ষে একসঙ্গে খেলতে নামলেই বিশ্বকাপ ইতিহাসে টানা ২৮ ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়েছেন এই তিন ক্রিকেটার। লঙ্কান ক্রিকেটারদের টানা ম্যাচ খেলার রেকর্ড ভেঙে তারা এই কীর্তি গড়েন।
২০০৭ বিশ্বকাপ থেকে চলতি বিশ্বকাপের ভারতের বিপক্ষে আজকের ওয়ানডে ম্যাচ পর্যন্ত একসঙ্গে ২৮টি ম্যাচ খেলছেন সাকিব-মুশফিক-তামিম।
এর আগে শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাস ১৯৯৬ থেকে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত টানা ২৭টি ম্যাচ একসঙ্গে খেলেছিলেন। এ ছাড়া, ২০০৭ বিশ্বকাপ থেকে ২০১৫ পর্যন্ত টানা ২৭টি ম্যাচ একসঙ্গে খেলেছেন মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকারাত্নে দিলশান।
আরআইএস