ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। তাও বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে। জ্বলে ওঠার জন্য এমন উপলক্ষ্য তামিম ইকবাল আর কখনো পাবেন কিনা, তা নিয়ে সন্দেহ আছে।
তবে তামিম কি করলেন? দশম ওভার পর্যন্ত খেলে ৩১ বলে ২৩ রান করে মোহাম্মদ শামির বল ঠেকাতে গিয়ে বোল্ড হয়ে গেলেন! এর আগে ফিল্ডিংয়ে রোহিত শর্মার সহজ ক্যাচ ছেড়েছেন। ৯ রানে জীবন পাওয়া সেই রোহিত থেমেছেন ১০৪ রানে! আজ যদি ম্যাচ হারে বাংলাদেশ, তার দায় কিভাবে এড়াবেন এই দেশসেরা ওপেনার?
এবারের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে তামিম করেছেন ২২৮ রান। ভালো ইনিংস থাকলেও কোনো ম্যাচেই তামিমকে ছন্দে পাওয়া যায়নি। সেট হয়ে প্রতিবারই বিলিয়ে দিয়ে এসেছেন উইকেট। অথচ বিশ্বকাপের আগে তামিমই ছিলেন প্রধান ভরসা। বিশ্বের বাঘা বাঘা ওপেনারদের সাথে পরিসংখ্যানের প্রতিযোগিতায় ছিলেন এগিয়ে। সাকিব-মুশফিক হয়তো রান করে তার অভাবটা বুঝতে দেননি, নইলে তার অফ-ফর্মের কারণে বড় দুর্ভোগই পোহাতে হতো বাংলাদেশকে।
যাই হোক, এজবাস্টনে ভারতের দেয়া ৩১৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ১১ ওভার ১ বল শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫১ রান। ২১ রান নিয়ে ক্রিজে আছেন সৌম্য সরকার, তার সাথে ৬ রান নিয়ে আছেন সাকিব আল হাসান, আশায় আছে কোটি কোটি বাংলাদেশি।
এমএইচএস