পাকিস্তানের বিপক্ষে মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুস্তাফিজ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ১২:২৪ পিএম পাকিস্তানের বিপক্ষে মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুস্তাফিজ
উইকেট পাওয়ার পর মুস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানাতে ছুটছেন সাকিব আল হাসান। ফটো : ক্রিকইনফো

লর্ডসে আজ পাকিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে দারুণ এক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 

এখন পর্যন্ত বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ১৫ উইকেট দখল করেছেন মুস্তাফিজ। আজকের ম্যাচে আর মাত্র ২ উইকেট পেয়ে গেলে তিনি বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম এবং ওয়ানডে ক্রিকেট ইতিহাসে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট পাওয়ার কীর্তি গড়বেন।  

এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে ৬৯ ম্যাচ খেলে দ্রুততম ১০০ উইকেট পেয়েছিলেন আব্দুর রাজ্জাক। মাশরাফী বিন মোর্ত্তজা ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন নিজের ৭৮তম ম্যাচে।  

আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান ৪৪ ওয়ানডে খেলে দ্রুততম ১০০ উইকেট লাভ করেন। ৪২ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন অজি পেসার মিশেল স্টার্ক। এক ম্যাচ বেশি খেলে তৃতীয় অবস্থানে আছেন সাবেক পাকিস্তানি স্পিনার সাকলাইন মুস্তাক। নিউজিল্যান্ডের সাবেক স্পিড স্টার শেন বন্ড ৫৪ ম্যাচ খেলে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট পেয়েছিলেন। আজ ৫৪তম ওয়ানডে খেলার অপেক্ষায় থাকা মুস্তাফিজ ২ উইকেট পেলে বন্ডের পাশে নিজের নাম লেখাবেন।  

আরআইএস 
 

আরও সংবাদ