পাকিস্তানের ৬০০ রানের স্বপ্নে প্রথম আঘাত সাইফউদ্দিনের 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ০৪:১৩ পিএম পাকিস্তানের ৬০০ রানের স্বপ্নে প্রথম আঘাত সাইফউদ্দিনের 

বিশ্বকাপের ৪৩তম ম্যাচে লর্ডসে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু'দলের জন্যই এটা নিজেদের বিশ্বকাপের শেষ ম্যাচ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১০ ওভার শেষে ১ উইকেটে ৪৫ রান। 

আজকের ম্যাচে জয় পেলেও রানরেটে পেছনে থেকে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালের স্পট হারাতে হবে পাকিস্তানকে। সেমিতে যেতে হলে পাকিস্তানকে আজ বাংলাদেশকে অসম্ভব লক্ষ্য ছুঁড়ে দিতে হবে। 

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ অতি উচ্চাভিলাষী হয়ে গতকাল সংবাদ সম্মেলনে বলেছিলেন, 'আগে ব্যাট করে ৫০০-৬০০ রানের টার্গেট ছুঁড়ে দিতে হবে বাংলাদেশকে।' 

তাবে পাকিস্তানিদের ৬০০ রানের সেই স্বপ্নে প্রথম আঘাত হানলেন টাইগার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের অষ্টম ওভারে ফখর জামানকে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। এই মুহূর্তে ক্রিজে আছেন অপর পাকিস্তানি ওপেনার ইমাম উল হক ও বাবর আজম। 

এমএইচএস 

আরও সংবাদ