টেন্ডুলকারকে ছুঁলেন সাকিব 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ১১:৩২ পিএম টেন্ডুলকারকে ছুঁলেন সাকিব 

এবারের বিশ্বকাপ যেন দুহাত ভরে দিলো সাকিব আল হাসানকে। একের পর এক অসামান্য কীর্তি গড়ে তিনি শেষ করলেন এবারের বিশ্বকাপ। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি, বিশ্বকাপে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ রান, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারসহ আরও অনেক কীর্তি।  

আজ (শুক্রবার) লর্ডসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হারলেও সাকিবের ব্যক্তিগত ৬৪ রান তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। এটি ছিল এবারের বিশ্বকাপে সাকিবের সপ্তম ফিফটি। আর এই ফিফটির মাধ্যমেই তিনি নাম লেখান ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে। ব্যাটিং ইশ্বর শচীনের সমান এক বিশ্বকাপে সর্বোচ্চ ৭ ফিফটি এখন সাকিবের।

২০০৩ বিশ্বকাপে শচীন রেকর্ড ৬৭৩ রান করার পথে মোট ৭টি ফিফটি হাঁকিয়েছিলেন। মোট ১১ ইনিংসে শচীন তার ৭টি ফিফটি করেন। কিন্তু সাকিব এই বিশ্বকাপে মাত্র ৮ ইনিংস খেলেই ৭টি ফিফটি করে ফেলেছেন। যা একপ্রকারে অসাধারণের চেয়েও বেশি কিছু।

এসএইচএস

আরও সংবাদ