বাড়ি ফেরার আগে ভারতের পরীক্ষা নেবে শ্রীলঙ্কা  

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০১৯, ০৯:৩৯ এএম বাড়ি ফেরার আগে ভারতের পরীক্ষা নেবে শ্রীলঙ্কা  

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ৪৪তম ম্যাচে আজ হেডিংলীর লিডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দুই এশিয়ান শক্তি ভারত ও শ্রীলঙ্কা। ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বাদ পড়া শ্রীলঙ্কার জন্য আজকের ম্যাচ শুধুই নিয়মরক্ষার। তবে ভারতের সামনে সুযোগ থাকছে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরও শক্ত করার। 

ইংল্যান্ডে শেষবার ভারত আর শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার সাত উইকেট হাতে রেখে অবলীলায় ভারতের ৩২১ তাড়া করে জিতে যায় শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত লঙ্কানদের পারফরম্যান্স হতাশাজনক হলেও শেষ ম্যাচে ২০১৭'র পুনরাবৃত্তি চাইবে দিমুথ করুণারত্নের দল।   

পুরো টুর্নামেন্টেই চন্ডিকা হাথুরুসিংহের দলকে বেশ ভুগিয়েছে তাদের ব্যাটিং। প্রথম ম্যাচে ১৩৫ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করেছিল তারা। পরে খানিকটা উন্নতি হলেও টপ অর্ডার এখনও যথেষ্ট নড়বড়ে। ভারতের শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে আজ ঘাম ঝরতেই পারে তাদের।  

অন্যদিকে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতীয় দলে সুযোগ মিলতে পারে রবীন্দ্র জাদেজা কিংবা নবাগত ময়াঙ্ক আগারওয়ালের। 

যাদের দিকে থাকবে আলাদা নজর: 

আবিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা): মাত্র তিন ম্যাচ খেলেই এই বিশ্বকাপে প্রতিভার স্বাক্ষর রেখেছেন ২১ বছর বয়সী এই তরুণ। চমৎকার একটা সেঞ্চুরি করে ম্যাচও জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারতের প্রথম সারির বোলারদের সামনে আজ পরীক্ষায় ভালোভাবেই উতরে যেতে পারেন তিনি।   

ঋষভ পন্থ (ভারত): ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বয়সও কিন্তু আবিষ্কার সমান ২১। শিখর ধাওয়নের আঙুলে চোট লাগার পর তাঁর জায়গায় দলে ঢোকেন পন্থ। চার নম্বরে নেমে ৩২ আর ৪৮ রান করেছেন দুই ম্যাচে। ভারতের মিডল অর্ডারকে দৃঢ়তা দিতে আজ তাকে হাল ধরতে হবে। 

কন্ডিশন 

আবহাওয়া প্রতিবেদন বলছে, আজ লিডসের আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল, উইকেট থাকে খেলার জন্য আদর্শ। পিচ প্রচুর রানের সম্ভাবনা দেখাচ্ছে , তবে বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট স্লো হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। 

সম্ভাব্য একাদশ: 

ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ। 

শ্রীলঙ্কা: দিমুথ করুনারাত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয় ডি সিলভা, জ্যাফ্রে ভ্যান্ডারসে, ইসুর উদানা, লাসিথ মালিঙ্গা, কাসুন রাজিথা। 

আরও সংবাদ