ম্যাথিউজের অনবদ্য সেঞ্চুরিতে লঙ্কানদের লড়াকু সংগ্রহ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০১৯, ০৭:১২ পিএম ম্যাথিউজের অনবদ্য সেঞ্চুরিতে লঙ্কানদের লড়াকু সংগ্রহ 

হেডিংলির লিডসে রাউন্ড রবিন লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউজের সেঞ্চুরি আর লাহিরু থিরিমান্নের ফিফটিতে সে বিপর্যয় কাটিয়ে উঠে শেষতক ২৬৪ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে লঙ্কানরা। 

আজ (০৬ জুলাই) ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলীয় ১৭ রানের প্রথম উইকেট হারায় তারা। জসপ্রীত বুমরাহর বলে উইকেটের পেছনে থাকা এমএস ধোনির গ্লাভসে ক্যাচ দেন ১০ রান করা করুনারত্নে। 

প্রথম উইকেট হারানোর রেশ না কাটতেই দ্বিতীয় উইকেটও হারিয়ে বসে লঙ্কানরা। বোলার এবারও বুমরাহ, ক্যাচও নেন সেই ধোনি- আর উইকেটদাতার নাম কুশল পেরেরা। ব্যক্তিগত ১৮ রানে তিনি উইকেটের পেছনে ক্যাচটি দেন। 

কুশল মেন্ডিসও উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা রবীন্দ্র জাদেজার বলে তিনি পপিং ক্রিজ ছেড়ে মারতে এসে ধোনির স্ট্যাম্পিংয়ের শিকার হন। তার ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। 

টপ-অর্ডার ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দো ভালো কিছুর করার সম্ভাবনা জাগালেও ২০ রানের বেশি করতে পারেননি তিনি। হার্দিক পান্ডিয়ার বাউন্সার খেলতে গিয়ে ধোনির চতুর্থ ডিসমিসালে পরিণত হন তিনি।   

৫৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে শ্রীলঙ্কা। কিন্তু দলকে সেই অবস্থা থেকে টেনে তোলার দায়িত্ব নেন ম্যাথিউজ ও থিরিমান্নে। পঞ্চম উইকেট জুটিতে স্কোরবোর্ডে তারা যোগ করেন ১২৪ রান। তবে ফিফটি তুলে নেয়ার পরপরই সাজঘরে ফিরে যান থিরিমান্নে। ব্যক্তিগত ৫৩ রানে তাকে স্পিন বিষে নীল করেন কুলদীপ যাদব। 

তবে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি ম্যাথিউজ। দারুণ ফর্মে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার ১১৪ বলে পৌঁছে যান নিজের শতরানে। যদিও ইনিংস শেষ করে মাঠ ছাড়তে পারেননি তিনি। বুমরাহর বলে রোহিতের হাতে ক্যাচ দিলে থামে তার ১১৩ রানের অনবদ্য ইনিংসটি।

ম্যাথিউজ ফেরার পর ইনিংসের শেষ দিকে, ধনাঞ্জয়া ডি সিলভা ২৯ রান করে অপরাজিত থাকলে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন বুমরাহ। অন্যদিকে, ভুবনেশ্বের, কুলদীপ, হার্দিক ও জাদেজা শিকার করেছেন ১টি করে উইকেট।   

এসএইচএস 

আরও সংবাদ