গত ৩০ মে থেকে শুরু হওয়া বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরের লীগ পর্বের সবগুলো খেলা শেষ হয়ে গেছে। ৪৫টি ম্যাচ শেষে এখন বাকি রয়েছে শুধুই ২ সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ।
৯ ম্যাচে ভারত ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে লীগ পর্ব শেষ করেছে। অস্ট্রেলিয়া তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কেটেছে শেষ চারের টিকেট। সবচেয়ে ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ড ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ১১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড চতুর্থ স্থানে থেকে লীগ পর্বের বাধা টপকে গেছে।
লাইনআপ অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল ভারত সেমিফাইনালে চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আগামী ৯ জুলাই বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ওল্ড ট্রাফোর্ডে খেলাটি শুরু হবে।
অপরদিকে, পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ তিন নম্বরে থাকা স্বাগতিক ইংল্যান্ড। আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় এজবাস্টনে খেলাটি অনুষ্ঠিত হবে।
দুই সেমিফাইনালের বিজয়ী দল আগামী ১৪ জুলাই লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় খেলাটি শুরু হবে।
আরআইএস