ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির বাগড়া 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০১৯, ০৭:১১ পিএম ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির বাগড়া 

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগ পর্যন্ত কিউইদের সংগ্রহ ৪৬ ওভার ১ বল শেষে ৫ উইকেটে ২১১ রান।

৬৭ রান নিয়ে অভিজ্ঞ রস টেইলর ও ৩ রান নিয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম ক্রিজে আছেন। যুজবেন্দ্র চাহালের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে দলীয় অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হয়েছেন ৬৭ রান করে। 

এর আগে ইনিংসের প্রথম ৩ ওভারে দুই ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার রান দিয়েছিলেন মাত্র ১! সেকারণেই দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলসের ওপর জমেছিল পাহাড়সম চাপ। 

সেই চাপ সামলাতে ব্যর্থ হয়েই চতুর্থ ওভারে বুমরাহর আউট সুইংগারে অযথা খোঁচা মারতে গিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির হাতে ধরা পড়েন গাপটিল। এরপর অপর ওপেনার হেনরি নিকোলসকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন। দলীয় ৬৯ রানে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে ফিরে যান নিকোলস।  

দুই কিউই অলরাউন্ডার জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম আজ ছিলেন ব্যর্থ। হার্দিক পান্ডিয়ার বলে নিশাম ও ভুবনেশ্বর কুমারের বলে ফিরে গেছেন গ্র্যান্ডহোম।    

এমএইচএস