আন্তঃসংসদীয় (ইন্টার-পার্লামেন্টারি) বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দলের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশের সংসদীয় ক্রিকেট দল। বুধবার (১০ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টায় লন্ডনের চিসউইক বার্লিংটন লেনে খেলাটি শুরু হবে।
আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ খেলবে মোট ২টি ম্যাচ। সকাল স্থানীয় সময় ১০টায় শুরু হবে বাংলাদেশ আর দ. আফ্রিকা সংসদয়ী ক্রিকেট দলের লড়াই। আর বেলা আড়াইটায় মাঠে গড়াবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচ।
এদিকে, ১২ জুলাই টুর্নামেন্টের ফাইনাল। এর আগে একই দিন দুই সেমিফাইনালও মাঠে গড়াবে। কেন্টের বেকেনহাম ক্রিকেট ক্লাব মাঠকে ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ দল : মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি (ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী), নাজমুল হাসান পাপন এমপি (বিসিবি সভাপতি), আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি (চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), এ এম নাইমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ-১), নাহিম রাজ্জাক এমপি (শরীয়তপুর-৩), জুয়েল আরেঙ এমপি (ময়মনসিংহ-১), মোহাম্মদ আনোয়ারুল আজিম (আনার) এমপি (ঝিনাইদহ-৪), জুনায়েদ আহমেদ পলক এমপি (তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী), শেখ তন্ময় এমপি (বাগেরহাট-২), ছোট মনির এমপি (টাঙাইল-২), আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি (ময়মনসিংহ-৯), নুরুন্নবী চৌধুরী শাওন এমপি (ভোলা-৩), মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি (ফরিদপুর-৪), আহসান আদেলুর রহমান আদিল এমপি (নীলফামারী-৪), মোহাম্মদ সানোয়ার হোসেন এমপি (টাঙাইল-৫), মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল এমপি (নাটোর-২), ফাহিম গোলন্দাজ বাবেল এমপি (ময়মনসিংহ-১০), মোহাম্মদ আয়েন উদ্দিন এমপি (রাজশাহী-৩) এবং ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি এমপি (গাইবান্ধা-১)।
এসএইচএস/আরআইএস