ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে বলা হয় বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান। ইতোমধ্যেই ব্যাটিং ইশ্বর শচীন টেন্ডুলকারের প্রায় সবক'টি ভেঙে দেয়ায় অনেকে তাকে সর্বকালের সেরা ব্যাটসম্যান বলেও সম্বোধন করে। অথচ সেই কোহলি তিন তিনটি সেমিফাইনালে খেলে করেছেন মাত্র ১১ রান! হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্য।
পুরো ক্যারিয়ার জুড়ে রান ফোয়ারা ছুটিয়ে চলা এই ব্যাটসম্যান বিশ্বকাপের সেমিফাইনাল এলেই যেন চুপসে যান। আজও সেমিতে নিজের ধারা অব্যাহত রাখেন কোহলি। কিউইদের বিপক্ষে তিনি মাত্র ১ রানে আউট হয়েছেন।
এর আগে, ২০১১ বিশ্বকাপে পাকিস্তান ও ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি করেন যথাক্রমে ৯ ও ১ রান। অর্থাৎ, বিশ্বকাপের শেষ তিন সেমিফাইনালে তার ইনিংসগুলোর অংক যথাক্রমে ৯, ১, ১।
এসএইচএস