প্রথম ম্যাচেই পাকিস্তানি সাংসদদের ১২ রানে হারিয়ে দিয়ে শুভ সূচনা করেছিলেন বাংলাদেশের সাংসদরা। পরের দিন বৃহস্পতিবার (১২ জুলাই) আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ছিল দুটি ম্যাচ।
আর টানা দুটি ম্যাচেই জয় ছিনিয়ে নিয়ে অপরাজিত থেকে সেমিফাইনাল নিশ্চিত করলেন টাইগার এমপিরা। প্রথম ম্যাচে অল স্টার একাদশকে ২০ রানে হারিয়ে পরের ম্যাচে নিউজিল্যান্ডের এমপিদের বড় রানের ব্যবধানে হারায় নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
অল স্টার একাদশের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ সংসদীয় দল। জবাব দিতে নেমে মাত্র ১০৯ রানেই থামে অল স্টারের ইনিংস।
নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে বড় রানের ব্যবধানে হারান বাংলাদেশের সংসদ সদস্যরা। আর তাতেই অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশ দল : মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি (ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী), নাজমুল হাসান পাপন এমপি (বিসিবি সভাপতি), আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি (চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), এ এম নাইমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ-১), নাহিম রাজ্জাক এমপি (শরীয়তপুর-৩), জুয়েল আরেঙ এমপি (ময়মনসিংহ-১), মোহাম্মদ আনোয়ারুল আজিম (আনার) এমপি (ঝিনাইদহ-৪), জুনায়েদ আহমেদ পলক এমপি (তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী), শেখ তন্ময় এমপি (বাগেরহাট-২), ছোট মনির এমপি (টাঙাইল-২), আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি (ময়মনসিংহ-৯), নুরুন্নবী চৌধুরী শাওন এমপি (ভোলা-৩), মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি (ফরিদপুর-৪), আহসান আদেলুর রহমান আদিল এমপি (নীলফামারী-৪), মোহাম্মদ সানোয়ার হোসেন এমপি (টাঙাইল-৫), মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল এমপি (নাটোর-২), ফাহিম গোলন্দাজ বাবেল এমপি (ময়মনসিংহ-১০), মোহাম্মদ আয়েন উদ্দিন এমপি (রাজশাহী-৩) এবং ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি এমপি (গাইবান্ধা-১)।
এমএইচএস