হিউজের মতো আঘাতেই মারা গেলেন কাশ্মীরের ক্রিকেটার 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০১৯, ১১:১৭ এএম হিউজের মতো আঘাতেই মারা গেলেন কাশ্মীরের ক্রিকেটার 
বাঁ হাতি ওপেনিং ব্যাটসম্যান জাহাঙ্গীর আহমদ ওয়ার বোলারের দেয়া বাউন্সারে হুক করতে গেলে বল তার ঘাড়ে গিয়ে আঘাত করে। ফটো : নিউ নেশন

ভারতের উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে জাহাঙ্গীর আহমদ ওয়ার নামের এক ১৮ বছর বয়সী ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (৯ জুলাই) জম্মু-কাশ্মীর সরকারের যুব ও ক্রীড়া ডিপার্টমেন্টের আয়োজনে জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে বারামুল্লা ও বুদগাম অনূর্ধ্ব ১৯ দলের মধ্যকার ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ স্টেশনের দেয়া বিবৃতিতে জানা যায়, ব্যাটিং করার সময় বাঁ হাতি ওপেনিং ব্যাটসম্যান জাহাঙ্গীর আহমদ ওয়ার বোলারের দেয়া বাউন্সারে হুক করতে গেলে বল তার ঘাড়ে গিয়ে আঘাত করে। মাথায় হেলমেট থাকলেও বল তার ঘাড়ের স্পর্শকাতর জায়গায় আঘাত হানার কারণে সঙ্গে সঙ্গে জাহাঙ্গীর মাটিতে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষনিকভাবে জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জম্মু-কাশ্মীরের যুব ও ক্রীড়া ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল তথা স্পোর্টস ডক্টর সালেম-উর-রহমান শোক প্রকাশ করে বলেন, জাহাঙ্গীর আহমদ ওয়ারের ঘাড়ের ঠিক সেই জায়গাতেই বল আঘাত করেছিল; গত ২০১৪ সালের ২৫ নভেম্বর শেফিল্ড শিল্ড খেলার সময় যেখানে আঘাত লাগায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ মৃত্যুবরণ করেছিলেন। 

তিনি বলেন, মাঠ থেকে হাসপাতালের দূরত্ব ছিল মাত্র ১০ মিনিট। আমরা হাসপাতালে একজন নিউরোসার্জনও ঠিক করে রেখেছিলাম। কিন্তু হাসপাতালে নেয়ার পর  জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করা হয়। 

আরআইএস 

আরও সংবাদ