দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের দেয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ২৪ ওভার শেষে ৪ উইকেটে ৮৯ রান।
কিউইদের দেয়া 'মাঝারি' লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয়ের উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ২৮ রানে ইনিংসের ষষ্ঠ ওভারে ম্যাট হেনরির সোজা স্ট্যামের ওপর ডেলিভারিটি খেলতে গিয়ে ব্যক্তিগত ১৭ রানে উইকেটের পেছনে থাকা টম লাথামের গ্লাভসবন্দী হন রয়।
এরপর এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে সফল ব্যাটসম্যান জো রুটও সাজঘরে ফিরে যান দ্রুতই। কলিন ডি গ্র্যান্ডহোমের মিডিয়াম পেসের সামনে রুট কট বিহাইন্ড হয়ে আত্মাহুতি দেন। ফেরার আগে ৩০ বল খেলে মাত্র ৭ রান করে ইংল্যান্ডকে যেন আরও চাপে ফেলে যান এই ডানহাতি ব্যাটসম্যান।
২০তম ওভারে দলীয় ৭১ রানে অন্য ওপেনার জনি বেয়ারস্টোকেও হারায় ইংল্যান্ড। কিউই গতিতারকা লুকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে ফিরেছেন বেয়ারস্টো। ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানও ব্যর্থ হয়েছেন দলের হাল ধরতে। ব্যক্তিগত ৯ রানে জিমি নিশামের বলে লুকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে।
এই মুহূর্তে ইংলিশদের হয়ে ক্রিজে আছেন অলরাউন্ডার বেন স্টোকস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। স্টোকস ৫ ও বাটলার ৩ রান নিয়ে অপরাজিত আছেন। জয়ের জন্য ২৬ ওভার থেকে ইংল্যান্ডের দরকার ১৫৩ রান।
এমএইচএস