২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসরে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডের। সেই ইংল্যান্ডই ঘরের মাঠে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন।
চার বছর আগে বিশ্বমঞ্চে যে ধাক্কাটা খেয়েছিল ইংল্যান্ড, সেই ধাক্কাই তাদের বদলে দিয়ে এতদূর নিয়ে এসেছে বলে মনে করেন ইংল্যান্ডের ফাইনাল জয়ের নায়ক অলরাউন্ডার বেন স্টোকস।
ফাইনালে অপরাজিত ৮৪ রান করে ইংল্যান্ডকে শেষ পর্যন্ত ম্যাচে টিকিয়ে রেখেছিলেন স্টোকস। তার বদৌলতেই শেষ ওভারে ১৪ রান তুলে ম্যাচটাকে সুপার ওভার পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয় ইংলিশরা। সুপার ওভারেও ইংল্যান্ডের করা ১৫ রানের ৮ রানই এসেছিল বেন স্টোকসের ব্যাট থেকে। শুধু ফাইনাল ম্যাচে নয়, ইংল্যান্ডের হয়ে পুরো বিশ্বকাপেই মাঠ দাপিয়ে খেলেছেন স্টোকস।
শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর আনন্দে উল্লাসিত স্টোকস বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই মঞ্চে পৌছাঁতে গত চারটা বছর আমরা নিদারুণ পরিশ্রম করেছি এবং এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন! এটা দারুণ এক অনুভূতি। আমি মনে করি না এই মুহূর্তে একজনও শান্ত রয়েছে!
এমএইচএস/আরআইএস