বোলিংয়ে আশার প্রদীপ হয়ে জ্বলেছেন মুস্তাফিজ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৫, ২০১৯, ০৮:৫৮ এএম বোলিংয়ে আশার প্রদীপ হয়ে জ্বলেছেন মুস্তাফিজ 
টুর্নামেন্টের শুরুতে মুস্তাফিজ কিছুটা ছন্দহীন থাকলেও শেষদিকে এসে তার বোলিং হয়েছে ক্ষুরধার। ফটো : টুইটার

সামগ্রিক বিচারে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন হতাশারই বলতে হবে। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে ইংল্যান্ড যাত্রা করা টাইগাররা অষ্টম অবস্থানে থেকে দেশে ফিরেছে। মূলত বোলিং ও ফিল্ডিং ব্যর্থতার কারণেই ভুগতে হয়েছে টাইগারদের। তবে এতসব ব্যর্থতার মাঝেও বোলিংয়ে আশার আলো হয়ে জ্বলেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

জোফরা আর্চারের থেকে ৩ ম্যাচ কম খেলে তার সমান ২০ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন আমাদের মুস্তাফিজ। তবে দল সেমিফাইনালে না যাওয়ায় তার এই অনন্য ব্যক্তিগত অর্জন রয়ে গেছে আলোচনার বাইরে। তবে মাত্র ২৩ বছর বয়সে জীবনের প্রথম বিশ্বকাপ খেলতে এসেই ২০ উইকেট শিকার করা চাট্টেখানি কথা নয়। 

টুর্নামেন্টের শুরুতে মুস্তাফিজ কিছুটা ছন্দহীনই ছিলেন বলা যায়। শেষদিকে এসে তার বোলিং হয়েছে ক্ষুরধার। শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুইবার নিয়েছেন ৫ উইকেট। তার কল্যাণেই রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ঝড়ো শুরুর পরও ৩১৪'র বেশি এগোতে পারেনি ভারত। ক্যারিয়ারের উত্থানটা লেখা হয়েছিল যে ভারতের বিপক্ষে, সেই প্রতিপক্ষের বিপক্ষেই আবারও ৫ উইকেট শিকার করে জানান দিলেন মুস্তাফিজ - কেন তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তরুণ প্রতিভা। 

বিশ্বকাপের শুরুর দিকে মুস্তাফিজের কিছুটা অগোছালো বোলিং সব মিলিয়ে তার ইকোনমি রেটটাকে বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। এছাড়া প্রথম পাওয়ার-প্লে'তেও খুঁজে পাওয়া যায়নি সেই পরিচিত মুস্তাফিজকে। শুরুর দিকে 'দ্য ফিজ' জ্বলে উঠতে পারলে বাংলাদেশের বিশ্বকাপটা এবার অন্যরকম হতেই পারতো! 

ভারতের বিপক্ষে মুস্তাফিজের নেয়া ৫৯ রানে ৫ উইকেট এবারের বিশ্বকাপের অষ্টম সেরা বোলিং ফিগার। ২১.৬৫ স্ট্রাইক রেটটা এবারের বিশ্বকাপের সব বোলারদের মধ্যে ষষ্ঠ। তবে স্ট্রাইক রেটে তার থেকে এগিয়ে আছেন সৌম্য সরকার। গড়ে প্রতি ২১ বলে ১টি উইকেট নিয়ে সৌম্য আছেন চার নম্বরে। 

এবারের বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের বোলিং পরিসংখ্যান  

ম্যাচ খেলেছেন - ৮ 
বল করেছেন - ৭২.১ ওভার  
মেইডেন পেয়েছেন - ২টি 
রান দিয়েছেন - ৪৮৪ 
উইকেট পেয়েছেন - ২০টি  
সেরা বোলিং ফিগার - ৫/৫৯  
বোলিং গড় - ২৪.২০  
ইকোনমি রেট - ৬.৭০  
স্ট্রাইক রেট - ২১.৬  
৫ উইকেট শিকার - ২ বার 

এমএইচএস/আরআইএস 
 

আরও সংবাদ