ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য জেসন রয়। ইনজুরির কারণে টুর্নামেন্টের ৩টি ম্যাচ খেলতে না পারলেও, বাকি ম্যাচগুলোতে তার অনবদ্য ব্যাটিং ইংলিশদের টুর্নামেন্টে টিকে থাকতে সাহায্য করেছিল বেশ। সেই কারণে এবার টেস্ট দলেও ডাক পেয়ে গেলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ইংল্যান্ডের সাদা পোশাক গায়ে খেলতে দেখা যাবে তাকে।
সারের হয়ে খেলা এই ওপেনার সদ্য সমাপ্ত বিশ্বকাপে থ্রি লায়ন্সদের হয়ে ৮ ম্যাচ খেলে ১ সেঞ্চুরি আর ৪ হাফ সেঞ্চুরিতে করেন ৪৪৩ রান। গড় ৬৩.২৮ এবং স্ট্রাইকরেট ১১৫.৩৬। ওয়ানডে ক্রিকেটে একজন ওপেনারের যে কাজ তা খুব ভালোভাবেই বিশ্বকাপ জুড়ে করে গেছেন রয়।
তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আসন্ন অ্যাসেজের জন্য তাকে পেতে উদগ্রীব। সেই পরিকল্পনার অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলিয়ে তাকে বাজিয়ে দেখতে চায় জাতীয় দলের নির্বাচকরা।
রয় দলে ডাক পেলেও টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার মার্ক উড। ইনজুরির কারণে ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে উডকে। তার পরিবর্তে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন লুইস গ্রেগরি।
এসএইচএস