আসন্ন ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের ড্রয়ে বাংলাদেশ পড়েছে গ্রুপ ই'তে। আর প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আফগানিস্তান, ভারত, ওমান ও স্বাগতিক কাতারকে।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে তাদের হোম ভেন্যু জানতে চেয়েছে। এরপরই জানা যাবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের হোম ভেন্যু নিজ দেশেই থাকবে, নাকি অন্য কোনো দেশকে হোম ভেন্যু হিসেবে বেছে নেবে।
নিরাপত্তা ইস্যুতে বিষয়টিকে ঘিরে তৈরী হয়েছে জটিলতা। কারণ আফগানিস্তান নয়, নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে চায় বাংলাদেশ ফুটবল দল। রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তানের হোম ভেন্যু ছিল ইরান। পাশাপাশি তাজিকিস্তানেও হোম ম্যাচ খেলেছে আফগানরা।
আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হচ্ছে। আফগানিস্তানের স্বীকৃত হোম ভেন্যু দেশটির রাজধানী কাবুলের গাজী স্টেডিয়াম। তালেবানদের বোমা বিস্ফোরণে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা আফগানিস্তানের মাটিতে এখনো নিত্যদিনের ঘটনা।
শুধু তাই নয়, আফগানিস্তানে বিদেশিদের অপহরণের ঘটনাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কপালে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। ইতোমধ্যেই এএফসিকে অনানুষ্ঠানিক অসম্মতি জানিয়ে রেখেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
সোহাগ বলেন, যদি সেটা আফগানিস্তানের বাইরে অন্য কোনো দেশ হয়, তবে আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু সেটা কাবুলে হলে আমরা অবশ্যই নিরাপত্তার বিষয়টা সামনে টেনে আনব। কারণ নিরাপত্তা সবার ওপরে।
আরআইএস