মিনি রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচেও বিসিবি একাদশের ড্র 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ০৬:৫৯ পিএম মিনি রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচেও বিসিবি একাদশের ড্র 
ছবি : সংগৃহীত

ভারতে চলমান মিনি রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচেও ড্র করল বিসিবি একাদশ। চেন্নাইয়ের এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে চার দিনের ম্যাচের শেষ দিনে ডি.ওয়াই পাতিলের দেয়া ৩৩৭ রানের জবাবে বিসিবি একাদশ ৩ উইকেটে ১৫৬ রান করার পর ম্যাচ ড্রয়ের ঘোষণা দেন ম্যাচ আম্পায়ার। 

দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১৪ রানে ওপেনার জহুরুল ইসলামের (১১) উইকেট হারায় বিসিবি একাদশ। দলীয় ৪২ রানে ঘটে দ্বিতীয় উইকেটের পতন। এবার সাজঘরে ফেরেন সাদমান ইসলাম (১৬)। তৃতীয় উইকেট জুটিতে শান্তকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন মুমিনুল। এ জুটিতেই শুরুর চাপ কাটিয়ে ওঠে বিসিবি একাদশ। 

৪৫ রান করে মুমিনুল আউট হলেও, দলকে আর কোনো বিপদে পড়তে দেননি শান্ত ও সাইফ হাসান। ফিফটি করেন শান্ত। দলকে ড্র করিয়ে সাজঘরে ফেরার আগে ১০০ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে, সাইফের ব্যাট থেকে আসে ২১ রান। 

এর আগে, ডিওয়াই পাতিল প্রথম ইনিংসে ৩৩১ রানের সংগ্রহ গড়ে। তাইজুল নিয়েছিলেন ৬ উইকেট। বিসিবি একাদশ তাদের প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানের ৮৭ রানের ওপর ভর করে স্কোরবোর্ডে তোলেন ৩০৬ রান। আর তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭৪ রান করা ডিওয়াই পাতিল আজ সকালে থামে ৩১১ রান করে। 

টুর্নামেন্টের প্রথম ম্যাচেও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ড্র করেছিল বিসিবি একাদশ। 

এসএইচএস 

আরও সংবাদ