ইমরুল-সাব্বিরদের নিয়ে ছেলেখেলা করল আফগানিস্তান 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ০৭:৩৬ পিএম ইমরুল-সাব্বিরদের নিয়ে ছেলেখেলা করল আফগানিস্তান 
ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করছেন রহমতউল্লাহ গুরবাজ - ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের কাছে উড়ে গেল বাংলাদেশ ‘এ’ দল। আজ শুক্রবার (১৯ জুলাই) জাতীয় দলের সিংহভাগ ক্রিকেটার নিয়ে দল গড়েও আফগান যুবাদের কাছে ১০ উইকেটে হেরেছে টাইগার ‘এ’ দল।  

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিক বাংলাদেশ। দলীয় ৫২ রানে প্রথম উইকেট হারায় তারা। ব্যক্তিগত ২৮ রানে বিদায় নেন ইমরুল কায়েস। এরপরে ইনিংসে নামে ধস। উইকেটে এসে একে একে সাজঘরে ফিরতে থাকেন মিথুন, বিজয়, সাব্বিররা। দলীয় ১০৬ রানেই ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় পৌঁছে যায় বাংলাদেশ। 

ধুঁকতে থাকা দলকে পথ দেখান ফরহাদ রেজা ও আফিফ হোসেন। সপ্তম উইকেট জুটিতে তারা মূল্যবান ৬৭ রান যোগ করেন। রেজার ব্যাট থেকে আসে ৩০ রান। অন্যদিকে, আফিফের করেন ৫৯ রান। শেষতক, নাজমুল অপুর ১৩ রানে বাংলাদেশের ইনিংস থামে ২০১ রান।
 
জবাব দিতে নেমে আফগান তরুণ তুর্কি রহমতউল্লাহ গুরবাজ অপরাজিত ১০৫ রান ইনিংস খেললে বড় ব্যবধানেই হারে বাংলাদেশ ‘এ’ দল। গুরবাজকে যোগ্য সঙ্গ দেয়া দলের আরেক ওপেনার ইব্রাহিমের ব্যাট থেকে আসে ৮৬ রান। 

এসএইচএস 

আরও সংবাদ