তিন জাতি অনূর্ধ-১৯ ক্রিকেট সিরিজ খেলতে এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের ক্রিকেটাররা। আজ থেকে শুরু হওয়া এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও স্বাগতিক ইংল্যান্ড।
সিরিজে একটি দল প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে খেলবে চারটি করে ম্যাচ। সে হিসেবে ফাইনাল বাদ দিলেও ভারত ও ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে মোট আটটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তরুণ টাইগাররা।
আজ বিকেল চারটায় ভারত ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়েছে তিন জাতির ১৩ ম্যাচের এই টুর্নামেন্ট। টাইগার যুবাদের নেতৃত্বে আছেন ১৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলী।
আগামীকাল উস্টারশায়ারে নিউ রোডের স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ-১৯ দল।
এমএইচএস