ফের আফগানিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০৭:৫৫ পিএম ফের আফগানিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ 
দ্বিতীয় ম্যাচেও আফগানদের সামনে পেরে উঠলো না মিথুনের দল - ছবি : সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তান ‘এ’ দলের কাছে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের পথে থাকলেও ডেথ ওভারের বোলিং ব্যর্থতায় ৪ উইকেটে হেরেছে মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন টাইগার দল। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল সফরকারীরা।

আজ রোববার (২১ জুলাই) আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৮ রান করে বাংলাদেশ। প্রথম ওয়ানডের মতো এদিন অবশ্য টপঅর্ডাররা সেই অর্থে ব্যর্থ হননি। ইনিংস সর্বোচ্চ ৮৫ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে।  মোহাম্মদ নাইম করেন ৪৯ রান। ইমরুল কায়েস, বিজয় ও সাব্বিরদের উইলো থেকে আসে যথাক্রমে ৪০, ২৬ ও ৩৫ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে খুব ভালো শুরু পায়নি সফরকারীরা। মাত্র ২৮ রানেই ভাঙে তাদের উদ্বোধনী জুটি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ১৯ বলে করেন মাত্র ২১ রান। তবে ফর্ম ধরে রাখেন আরেক ওপেনার ইব্রাহিম। উসমান গনি ২৬, অধিনায়ক নাসির জামাল ১১, দারউইশ রাসুলি ৭ ও করিম জানাত ২৪ রান করে আউট হয়ে গেলেও তিনি তুলে নেন সেঞ্চুরি। 

শফিউলের বলে ফরহাদ রেজার হাতে ধরা পড়ার আগে ১৪৯ বলে ১২৭ রান করেন ইব্রাহিম। শেষতক, শরফুদ্দিন ১৭ বলে ৩৬ ও ফজল নিয়াজাই ৮ বলে ১৭ রান করলে ৫ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগান ‘এ’ দল। আগামী ২৪ জুলাই একই মাঠে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে এ দুই দল। 

এসএইচএস 

আরও সংবাদ