ডি লিটের অভিষেক ম্যাচে জুভেন্তাসের হার 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০৯:৫২ পিএম ডি লিটের অভিষেক ম্যাচে জুভেন্তাসের হার 

চেলসির চাকরি ছেড়ে জুভদের পক্ষে নিজের সূচনাটা ভালো হলো না মাউরিজিও সারির। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে গত চ্যাম্পিয়নস লীগের রানার্স আপ ইংলিশ ক্লাব টটেহ্যাম হটস্পার্স। 

শ্বাসরুদ্ধকর ম্যাচটি ৯২ মিনিট পর্যন্ত ২-২ গোলে সমতায় থাকে। এরপর একেবারে অন্তিম মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন টটেনহ্যাম অধিনায়ক হ্যারি কেন।  

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে আজ ম্যাচের ৩০ মিনিটেই আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলার গোলে এগিয়ে যায় স্পার্সরা। জুভেন্তাসের হয়ে জবাবটা দেন আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়াইন। ৫৬ মিনিটে গোল করে তুরিনের বুড়ীদের সমতায় ফেরান তিনি। 

জুভেন্তাসে নিজের অভিষেকটা স্মরণীয় হলো না ডি লিটের

প্রথম গোলের ৪ মিনিট পরই জুভেন্তাসকে লিড এনে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্তিয়া ডি সিগলিওর পাস থেকে গোল করেন এই পর্তুগিজ উইঙ্গার। ৬৩ মিনিটে জুভেন্তাসের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামেন সদ্য আয়াক্স ছেড়ে তুরিনে আসা ডাচ সেন্টার-ব্যাক মাত্থিজিস ডি লিট। 

তবে ডি লিট নামার মিনিট দুয়েক পরেই দ্বিতীয় গোল হজম করে আবার সমতায় ফিরে আসে জুভেন্তাস। এবারের গোলটি করেন টটেনহ্যামকে চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনাল জেতানো লুকাস মাউরা। 

কিন্তু আসল চমকটা উপহার দিয়েছেন ইংলিশ তারকা হ্যারি কেন। ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার পথে, তখনই ইনজুরি টাইমের গোলে মাউরিসিও পচেত্তিনোর মুখ হাসি ফোটান স্পার্স কাপ্তান। 

এমএইচএস  
 

আরও সংবাদ