পৃথিবীর সেরা ক্রিকেট দল তৈরি করতে চান ইমরান! 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৭:৪৮ পিএম পৃথিবীর সেরা ক্রিকেট দল তৈরি করতে চান ইমরান! 
পাকিস্তান ক্রিকেটের হাল ধরতে কাজ শুরু করেছেন ইমরান

আমেরিকায় বসবাসরত পাকিস্তানিদের দেয়া এক সংবর্ধনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ক্রিকেট বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি 'বিশ্বের সেরা' একটি ক্রিকেট দল তৈরিতে কাজ করছেন। সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে আশানুরূপ ফল না পাওয়াতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন ইমরান। 

ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইমরান খান। তিনি বলেন, 'আমার কথাগুলো টুকে নিন, আমি এরই মধ্যে পরবর্তী বিশ্বকাপের জন্য সেরা খেলোয়াড়দের নিয়ে বিশ্বের সেরা একটি ক্রিকেট দল তৈরি করার উদ্যোগ নিয়েছি, যারা পাকিস্তানকে বিশ্বকাপ এনে দেবে।'   

যদিও ইমরান তার এ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে বোঝাই যাচ্ছে, পাকিস্তান ক্রিকেটের বিশ্বকাপ ব্যর্থতা নাড়িয়ে দিয়েছে সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নকে। 

তিনদিনের রাষ্ট্রীয় সফরে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

এমএইচএস 

আরও সংবাদ