লর্ডসে আজ প্রথম টেস্ট খেলতে নামছে আয়ারল্যান্ড

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০১৯, ১০:২৬ এএম লর্ডসে আজ প্রথম টেস্ট খেলতে নামছে আয়ারল্যান্ড
লর্ডসে ফটোসেশনে আয়ারল্যান্ড টেস্ট ক্রিকেট দল।

ক্রিকেটের জনক ইংল্যান্ডের বিপক্ষে 'হোম অব ক্রিকেট' লর্ডসে আজ নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নামছে আয়ারল্যান্ড। এই ঐতিহাসিক ম্যাচটি আয়ারল্যান্ডের ক্রীড়া উন্নয়নের জন্য একটি অন্যতম মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। 

বুধবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় বিকাল ৪টায় খেলাটি শুরু হবে। সনি ইএসপিএন খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে এর আগে দুইটি টেস্ট খেললেও ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্ট ম্যাচটি তাই আলাদা গুরুত্বই পাচ্ছে। অফিসিয়াল টেস্ট ম্যাচ হলেও পাঁচদিন নয়, এটি চারদিনের টেস্ট ম্যাচ হতে চলেছে। 

ম্যাচের আগের দিন স্বাগতিকদের একাদশ নিশ্চিত করেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আজ ইংল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে জেসন রয় ও ওলি স্টোনের। মাংসপেশির ইনজুরির কারণে লর্ডস টেস্টে খেলতে পারছেন না ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। বেন স্টোকস ও জস বাটলার থাকছেন বিশ্রামে। তবে আয়ারল্যান্ডের একাদশ নিয়ে কিছু জানা যায়নি। টসের পরই হয়তো তা জানা যাবে। 

ইংল্যান্ড একাদশ : জো রুট (অধিনায়ক), মঈন আলী, ররি বার্নস, স্যাম কুরান, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জো ডেনলি, জ্যাক লিচ, জেসন রয়, ওলি স্টোন, ক্রিস ওকস। 

আরআইএস 

আরও সংবাদ