নান্নু-বাশারের কাজে সন্তুষ্ট বিসিবি : পাপন  

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০১৯, ০৪:১৮ পিএম নান্নু-বাশারের কাজে সন্তুষ্ট বিসিবি : পাপন  
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন - ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেটে এসেছে ব্যাপক পরিবর্তন। এরইমধ্যে প্রধান কোচ স্টিভ রোডস, দুই বোলিং কোচ কোর্টনী ওয়ালস ও সুনীল যোশীকে বিদায় বলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে ধারাবাহিকতায় গতকাল হঠাৎ করে উড়ো খবর, ছাঁটাই হতে চলেছেন বাংলাদেশ দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনও। 

গত জুনের শেষেই বোর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়েছে নান্নু ও বাশারের। ভেতরকার খবর ছিল, এই দুইজনের সঙ্গে চুক্তি আর বাড়াবে না বিসিবি। তবে সে কথা আজ ২৪ জুলাই (বুধবার) অস্বীকার করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচকদের কাজে সন্তুষ্ট বিসিবি। তবে তাদের মেয়াদ বাড়ানো হবে কিনা সে ব্যাপারে আগামী ২৭ জুলাই হতে যাওয়া বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হবে।  

নতুন বোলিং কোচ নিয়োগ দেয়ার ব্যাপারেও কথা বলেছেন পাপন। কোর্টনী ওয়ালস ও সুনীল যোশীদের স্থলাভিষিক্ত কারা হচ্ছেন তাও ওই বোর্ড সভা শেষে জানানো হবে। 

এদিকে জানা গেছে, বিসিবির চুক্তির মেয়াদ বাড়াবে না বলেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও নান্নু সেখানে যাচ্ছেন না। মূলত জাতীয় দলের পাশাপাশি ঘরের মাঠে আফগানিস্তানের কাছে ‘এ’ দলের ব্যর্থতা চিন্তায় ফেলেছে বিসিবিকে। এ কারণে নান্নু ও বাশারের সঙ্গে চুক্তি বাড়াতে নারাজ বিসিবি। 

এসএইচএস 

আরও সংবাদ