মিনি রঞ্জি ট্রফি খ্যাত ড. কে. থিম্মাপ্পিয়াহ স্মৃতি টুর্নামেন্টে একমাত্র বিদেশী দল হিসেবে অংশ নিয়ে এই মুহূর্তে ভারতে অবস্থান করছে বিসিবি একাদশ। নিজেদের তৃতীয় ম্যাচে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি একাদশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
২৬ ওভারে ৩ উইকেটে ১০০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল কর্ণাটক। সফরকারীদের তুলনায় তখনও ১৫৫ রান পিছিয়ে ছিল তারা। তবে তৃতীয় দিনে এসে মাটি কামড়ে ব্যাট করতে থাকেন কর্ণাটকের ব্যাটসম্যানরা। অভিনব মনোহরের ১১৩ ও প্রভীন দুবের ৫৫ রানে ভর করে শেষ পর্যন্ত ৩৪০ রানে অলআউট হয় কর্ণাটক।
বিসিবি একাদশের এবাদত হোসেন ৩টি, শহিদুল ইসলাম, মুমিনুল হক ও আরিফুল হক ২ টি করে এবং সানজামুল ইসলাম ১ টি উইকেট নেন। প্রথম ইনিংসে ২৩৫ রানে এগিয়ে থাকা বিসিবি একাদশের জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৮৬। সাদমান ইসলাম অনিক ও জহুরুল ইসলামের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে প্রথম ইনিংসে শুরুতে ব্যাট করে তিন টাইগার পেসারের দুর্দান্ত বোলিংয়ে ৭৯ রানেই অলআউট হয়েছিল কর্ণাটক। শহিদুল ইসলাম নিয়েছিলেন ২০ রানে পেয়েছিলেন ৫ উইকেট।
এমএইচএস