ইংলিশদের তুলোধুনো করে বড় লিডের পথে আয়ারল্যান্ড 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০১৯, ০৯:৫০ পিএম ইংলিশদের তুলোধুনো করে বড় লিডের পথে আয়ারল্যান্ড 

লর্ডসে নিজেদের টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিক ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউট করে দিয়েছে আয়ারল্যান্ড। আইরিশরা এখন আছে বড় লিডের পথে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৩৩ রান। ইতোমধ্যেই ৪৮ রানের লিড নিয়ে নিয়েছে তারা। চলছে প্রথম দিনের শেষ সেশনের খেলা। 

৫৫ রান নিয়ে অ্যান্ড্রু বালবির্নি আছেন ক্রিজে, তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ কেভিন ও'ব্রায়েন। 

এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে টিম মুরতাহ ও মার্ক অ্যাডাইরের বোলিং তোপে ৮৫ রানেই অলআউট হয়ে গিয়েছে স্বাগতিকরা। দুই অঙ্কের কোটা পেরোতে পেরেছেন মাত্র ৩ ইংলিশ ব্যাটসম্যান! 

আইরিশদের হয়ে ৯ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন মুরতাহ। অন্যদিকে ৭ ওভার ৪ বলে ৩২ রান খরচায় অ্যাডাইরের শিকার সংখ্যা ৩। 

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন জো ডেনলি। অভিষিক্ত পেসার অলি স্টোন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান। স্যাম কুরানের ব্যাট থেকে রান এসেছে ১৮। জনি বেয়ারস্টো, মঈন আলী ও ক্রিস ওকস আউট হয়েছেন স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই।  

এমএইচএস 

আরও সংবাদ