বার্সার হয়ে খেলতে পারবেন না গ্রিজম্যান!  

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ১০:৩২ এএম বার্সার হয়ে খেলতে পারবেন না গ্রিজম্যান!   
বার্সার জার্সি গায়ে হয়ত খেলা হবে না গ্রিজম্যানের - ছবি : ইন্টারনেট

গত ১২ জুলাই বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ ফুটবলার আতোঁয়ান গ্রিজম্যানকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা দেয় বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের বেধে দেয়া ১২০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ ভেঙে তাকে দলে ভেড়ায় কাতালান ক্লাবটি। তবে আসন্ন মৌসুমে ব্লাউগ্রানাদের হয়ে গ্রিজম্যানের মাঠে নামা নাও হতে পারে। কারণ, অ্যাতলেটিকোর দাবি এই ট্র্যান্সফার স্বচ্ছভাবে সম্পন্ন হয়নি। 

ক্লাবটি দাবি করেছে, ১ জুলাইয়ের আগ পর্যন্ত গ্রিজম্যানের রিলিজ ক্লজ ছিল ২০০ মিলিয়ন ইউরো। এরপর চুক্তি অনুযায়ী, তার রিলিজ ক্লজ নেমে আসে ১২০ মিলিয়ন ইউরোতে। কম দামে পেতেই ১ তারিখের পর গ্রিজম্যানকে কেনার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে বার্সেলোনা। আর এই চুক্তি গত মার্চেই মৌখিকভাবে সম্পন্ন হয়েছে। 

লস রোজিব্লাঙ্কোসদের এই অভিযোগ বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। লা লিগার প্রেসিডেন্ট হাবিয়ের তেবাস বলেছেন, গ্রিজম্যানকে কেনার প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয়ে থাকে তবে এই ট্র্যান্সফার স্থগিত করা যাবে। অর্থাৎ, দুই পক্ষের মধ্যে সমাধান না হওয়া পর্যন্ত গ্রিজম্যান বার্সার হয়ে খেলতে পারবেন না। 

লা লিগার প্রেসিডেন্ট হাবিয়ের তেবাস - ছবি : ইন্টারনেট 

অন্ডা সেরোকে তেবাস বলেছেন, ‘একজন খেলোয়াড়ের ট্র্যান্সফার স্থগিত রাখা সম্ভব। লা লিগা দ্রুতই সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে কী করণীয় আছে। অ্যাতলেটিকো আমাদের কাছে অভিযোগপত্র দায়ের করেছে। এটা গ্রিজম্যানের বার্সার হয়ে খেলার লাইসেন্স বাতিল করে দিতে পারে। এ ব্যাপারে একটি প্রক্রিয়া চলমান আছে। তত্ত্বাবধানকারীরা মামলাটির সমাধান করছে।’  

এর আগে, ২০১৭ সালে ডিসেম্বরে শীতকালীন দলবদলের বাজারে ফিফার কাছে বার্সেলোনার বিরুদ্ধে নালিশ করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। গ্রিজম্যানকে অবৈধ পদ্ধতিতে কিনে নিতে চায় বলে বার্সার বিরুদ্ধে নালিশ করে তারা।     

এসএইচএস 

আরও সংবাদ