গ্লোবাল টি-টুয়েন্টির প্রথম দিনে গেইল-যুবরাজের লড়াই 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০৩:৩৬ পিএম গ্লোবাল টি-টুয়েন্টির প্রথম দিনে গেইল-যুবরাজের লড়াই 

গ্লোবাল টি-টুয়েন্টি কানাডার দ্বিতীয় আসর মাঠে গড়াচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সদ্য অবসর নেয়া ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন টরেন্টো ন্যাশনালস ও ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের ভ্যাংকুভার নাইটস।

টুর্নামেন্টের আগের আসরের চ্যাম্পিয়ন দল টরেন্টো ন্যাশনালস অধিনায়ক যুবরাজের সামনে এবার রয়েছে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। তাই গেইল বনাম যুবরাজের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলেই ধারণা করা হচ্ছে। 

গ্লোবাল টি-টুয়েন্টি কানাডার এবারের আসরে শিরোপার লড়াইয়ে নামবে মোট ছয়টি দল। ২২ ম্যাচের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হচ্ছে যুবরাজের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগ যাত্রা। 

যুবরাজ ছাড়াও টরেন্টো ন্যাশনালস দলে তারকার কমতি নেই। দলটিতে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, কায়রন পোলার্ড ও নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাক্লেনাঘানের মতো তারকারা। অন্যদিকে ভ্যাংকুভার নাইটস দলে গেইল ছাড়াও আছেন আন্দ্রে রাসেল, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, শোয়েব মালিক, টিম সাউদি। 

বাংলাদেশ সময় আজ রাত সাড়ে দশটায় খেলাটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। 

এমএইচএস  

আরও সংবাদ