শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে অনুশীলন করার সময় ডানহাতের ফোরআর্মে চোট পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার।
আজ প্র্যাকটিস সেশনে নেটে ব্যাটিংয়ের সময় চোট পান সৌম্য। সঙ্গে সঙ্গে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আপাতত ধারণা করা হচ্ছে চোত বেশি গুরুতর নয়। তবে শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে আগামীকাল দলের ওপেনিং জুটিতে পরিবর্তন আসবে, খেলবেন এনামুল হক বিজয়।
বিশ্বকাপের আগে ডিপিএলে আশা জাগানিয়া ব্যাটিং পারফরম্যান্স করলেও বিশ্বমঞ্চে সৌম্য ছিলেন বেশ নিষ্প্রভ। তবে, পার্ট টাইম বোলার হিসেবে এনে দিয়েছিলেন বেশ কিছু ব্রেক-থ্রু।
বিশ্বকাপে একটি হাফ সেঞ্চুরি না করতে পারলেও এখনই সৌম্যের ওপর থেকে আস্থা হারাতে চাইছে না বোর্ড। দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে তাকে 'অটো চয়েস' ধরা হচ্ছে। তবে এই ইনজুরি পাল্টে দিতে পারে টাইগার একাদশের সমীকরণ।
এমএইচএস