বিশ্বকাপে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে অনেক। একসময় ম্যাশকে মাথায় করে রাখা ভক্তরাই তাকে ফেলে দিয়েছিলেন বাতিলের খাতায়। তবে নিন্দুকদের কথায় হাল ছাড়ার পাত্র নন মাশরাফী। বানলাদেশ দলের শ্রীলঙ্কা যাত্রার আগে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছিলেন, 'ক্রিকেট ছাড়াটা আমার জন্য বিশাল কিছু, আপনাদের জন্য কেবল একটা নিউজ।'
তবে শেষমেশ শ্রীলঙ্কা সফরে যাওয়া হয়নি মাশরাফীর। লঙ্কাযাত্রার ঠিক আগে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে সরে যেতে হয়েছিল তাকে। আজ তাই শ্রীলঙ্কার বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ।
মাশরাফীকে ছাড়া বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলতে নেমেছিল দুই বছর দুই মাস ও ম্যাচের হিসাবে ৪৫ ম্যাচ আগে। ২০১৭ সালের ১২ মে আয়ারল্যান্ডের ডাবলিনে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কাপ্তানকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল টাইগারদের। কারণ এর আগের শ্রীলঙ্কা সফরে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন অধিনায়ক মাশরাফী।
ওই ম্যাচের পর ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত বাংলাদেশের খেলা ৪৫টি ওয়ানডেতেই দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী। লঙ্কানদের বিপক্ষে তাই আজ মাশরাফীর অধিনায়কত্বের অভাবটা একটু বেশিই অনুভব করতে পারে টাইগাররা।
এমএইচএস