কেমন হতে পারে আজকের ম্যাচের লঙ্কান একাদশ?

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০১৯, ১১:৪০ এএম কেমন হতে পারে আজকের ম্যাচের লঙ্কান একাদশ?
বিদায়ী ম্যাচে শ্রীলঙ্কা দলের মূল আকর্ষণ হয়ে থাকবেন লাসিথ মালিঙ্গা

বাংলাদেশ ও শ্রীলঙ্কা, দুটি দলই বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুন শুরুর অপেক্ষায় আজ মাঠে নামছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

তবে আজ কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা আছে যথেষ্ট। সে কারণেই দুই দলের একাদশ নির্বাচনে আবহাওয়ার ভূমিকা থাকবে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে টসও।

এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানাবেন অভিজ্ঞ লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তাই বাংলাদেশের বিপক্ষে আজ খেলা মাঠে গড়ালে তার একাদশে থাকাটা শতভাগ নিশ্চিত।

লঙ্কান দলে রয়েছে তারুণ্যের ছড়াছড়ি। তরুণ আবিষ্কা ফার্নান্দো বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কুশল পেরেরা ও কুশল মেন্ডিস থাকছেন। সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অলরাউন্ডার থিসারা পেরেরার খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন নেই।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, আকিলা ধনঞ্জয়া ও লাসিথ মালিঙ্গা।

এমএইচএস 

আরও সংবাদ